Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্দালয়
বিস্তারিত

              

            হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়, শিলই

 

 

 পদ্মা নদীর কূল ঘেঁষা এই ইউনিয়নের বেশির ভাগ ছেলেমেয়েই প্রাথমিক বিদ্দালয় শেষ করার পর লেখাপড়া ছেড়ে দিত এক প্রকার বাধ্য এটা করত কারন তখন শিলই ইউনিয়নে কোন উচ্চ বিদ্যালয় ছিলনা প্রায় দুই থেকে তিন মাইল পথ অতিক্রম করে প্রতিদিন স্কুলে যাতায়াত করা সবার পক্ষে সম্ভব হতনা ঠিক এমনি সময় এই এলাকা পরিদর্শনে আসেন দুনিয়াখ্যত চা ক ম্পানি ইস্পাহানীর কর্ণধার ইস্পাহানি আরিফ জাহান, তিনি গ্রামের এই নিস্পাপ ছেলেমেয়েদের দুর্দশার কথা শোনেন এবং তৎকালীন মুন্সিগঞ্জ ৪আসনের এম,পি আলহাজ মোঃ আব্দুল হাই সাহেবকে সাথে নিয়ে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তৎকালীন মুন্সিগঞ্জ ৪ আসনের এম,পি আলহাজ মোঃ আব্দুলহাই সাহেবের বাবার নামে বিদ্যালয়টির নাম করন করা হয়, হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়।

 

প্রতিষ্ঠাকালঃ১৯৯৫ইং