Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
","field_service_link_national":null,"slug":"\u0987\u0989\u09a8\u09bf\u09df\u09a8-\u09aa\u09b0\u09bf\u09b7\u09a6-\u09ae\u09cd\u09af\u09be\u09a8\u09c1\u09df\u09c7\u09b2","publish_date":null,"archive_date":null,"publish":1,"is_right_side_bar":1,"site_id":52699,"created_at":"2024-02-15 19:06:14","updated_at":"2024-12-26 10:45:18","deleted_at":null,"created_by":61345,"updated_by":61345,"deleted_by":null,"attachments":[{"id":1340587,"disk_name":"65ce5fb26cfe2839703016.pdf","file_name":"\u0987\u0989\u09a8\u09bf\u09df\u09a8 \u09aa\u09b0\u09bf\u09b7\u09a6 \u09ae\u09cd\u09af\u09be\u09a8\u09c1\u09df\u09c7\u09b2.pdf","file_size":2000255,"content_type":"application\/pdf","title":null,"description":null,"field":"attachments","sort_order":1340587,"created_at":"2024-02-15 19:02:12","updated_at":"2024-02-15 19:06:14","deleted_at":null,"path":"https:\/\/file-dhaka.portal.gov.bd\/uploads\/b94dd58e-f29a-40ac-bb82-44fce510b0ae\/\/65c\/e5f\/b26\/65ce5fb26cfe2839703016.pdf","extension":"pdf"}]},"config":{"columns":[{"name":"title","displayName":"label.column.title","type":"text"},{"name":"body","displayName":"label.column.body","type":"html_text"},{"name":"attachments","displayName":"label.column.attachments","type":"file"}]},"content_type":{"id":25,"name":"\u0986\u0987\u09a8 \u0993 \u09aa\u09b2\u09bf\u09b8\u09bf","code":"LawPolicy","is_common":0,"icon":"icon-pencil-square-o","table_name":"Np\\Contents\\Models\\LawPolicy","status":1,"config":"{\r\n \"list\": {\r\n \"title\": \"label.list.law-policy\",\r\n \"archiving\": false,\r\n \"sortOrder\": [\r\n {\r\n \"name\": \"created_at\",\r\n \"direction\": \"desc\"\r\n }\r\n ],\r\n \"toolbar\": {\r\n \"search\": {\r\n \"enable\": true,\r\n \"columns\": [\r\n \"title\"\r\n ],\r\n \"mode\": \"all\"\r\n }\r\n },\r\n \"columns\": [\r\n {\r\n \"name\": \"title\",\r\n \"displayName\": \"label.column.title\",\r\n \"type\": \"text\",\r\n \"link\": true\r\n },\r\n {\r\n \"name\": \"attachments\",\r\n \"displayName\": \"label.column.attachments\",\r\n \"type\": \"file\"\r\n }\r\n ]\r\n },\r\n \"details\": {\r\n \"columns\": [\r\n {\r\n \"name\": \"title\",\r\n \"displayName\": \"label.column.title\",\r\n \"type\": \"text\"\r\n },\r\n {\r\n \"name\": \"body\",\r\n \"displayName\": \"label.column.body\",\r\n \"type\": \"html_text\"\r\n },\r\n {\r\n \"name\": \"attachments\",\r\n \"displayName\": \"label.column.attachments\",\r\n \"type\": \"file\"\r\n }\r\n ]\r\n }\r\n}","created_at":"2019-09-04 06:40:58","updated_at":"2021-11-19 08:36:47","deleted_at":null,"created_by":null,"updated_by":null,"deleted_by":null,"settings":[[]],"frequency":30},"title":"label.list.law-policy"} -->
শিরোনাম
ইউনিয়ন পরিষদ ম্যানুয়েল
বিস্তারিত

ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানুয়েল

স্থানীয় সরকার বিভাগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানুয়েল

স্বত্ব :

স্থানীয় সরকার বিভাগ

সম্পাদনা:

সরদার সরাফত আলী, প্রকল্প পরিচালক, এলজিএসপি-৩

মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, যুগ্মসচিব (ইউপি) স্থানীয় সরকার বিভাগ

সার্বিক তত্ত্বাবধান :

ইকরামুল হক

অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ

প্রকাশকাল :

এপ্রিল ২০১৭

সহায়তা :

দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি: ২)

স্থানীয় সরকার বিভাগ

কম্পিউটার কম্পোজ :

প্রথম মুদ্রণ: 

দ্বিতীয় মুদ্রণ:     আগষ্ট ২০১২ (৬,৫০০ কপি)

এপ্রিল ২০১৩ (৬৩,৫০০ কপি)

তৃতীয় মুদ্রণ:--------------------------

মুদ্রণ : ----------------------------

---------------------------

ওঝইঘ: ৯৭৮-৯৮৪-৩৩-৫৫৬০-৭


মুখবন্ধ

সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী সরকার প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়ন

এবং উন্নয়ন প্রশাসনে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই

ধারাবাহিকতায় প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও

কার্যকর সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ মনে করে

এ জন্য শুধু দায়িত্ব প্রদানই যথেষ্ট নয় বরং দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত ক্ষমতা ও আর্থিক স্বাধীনতা

প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে সকল পর্যায়ে

জনঅংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ জুলাই ২০০৬ হতে জুন

২০১১ পর্যন্ত “লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)” এবং জুলাই ২০১১ থেকে

ডিসেম্বর ২০১৬ পর্যন্ত “দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি:২)” সফলভাবে

বাস্তবায়ন করেছে। এ প্রকল্পের সাফল্য টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার

বিভাগ, সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পাঁচ বছর মেয়াদি “তৃতীয় লোকাল গভর্ন্যান্স

সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি - ৩) বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে । এ প্রকল্প হতে ইউনিয়ন

পরিষদসমূহের ব্যাংক হিসাবে সরাসরি থোক বরাদ্দ স্থানান্তর করা হবে, যা দিয়ে স্থানীয় জনগণের

সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও

তদারকির ব্যবস্থা রয়েছে।

নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে এ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের

অনুকূলে যে বরাদ্দ স্থানান্তর করা হচ্ছে তার ৩০% অর্থ মহিলাদের দ্বারা অগ্রাধিকার প্রাপ্ত স্কিম

বাস্তবায়নে ব্যয় করতে হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদের অন্তত তিনটি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের

মহিলা সদস্যদের ওয়ার্ড কমিটির সভাপতি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এলজিএসপি - ৩-এ ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় জনগণের অংশগ্রহণে স্কিম

গ্রহণ, বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে প্রতিবেদন তৈরির কৌশল ইত্যাদি বিষয়গুলো সহজতর করার

সঙ্গে সঙ্গে থোক বরাদ্দের পরিমাণও বৃদ্ধি করবে। বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে,

সম্পদের এ ক্রমবর্ধিত বিস্তার এবং সামাজিক পর্যবেক্ষণ শক্তিশালী করার প্রক্রিয়া প্রকল্পের লাগসই

পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন সহজতর করবে। একই সঙ্গে স্কিম বাস্তবায়নে ব্যয় ও সময়

কমিয়ে ইউপিসমূহের দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি করবে।

মাঠপর্যায়ে এ প্রকল্পের কার্যক্রম সুচারুরূপে বাস্তবায়ন এবং সহজে ইউনিয়ন পরিষদের সাধারণ

কার্যাবলি সম্পাদন করার জন্য ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানুয়েল প্রণয়ন করা হয়েছে। এই

অপারেশনাল ম্যানুয়েল পদ্ধতিগত কাঠামোর তথ্য সংবলিত যা ইউপিসমূহকে মৌলিক থোক বরাদ্দ

তহবিল ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কার্যাবলির সঙ্গে সম্পর্কযুক্ত দৈনন্দিন কাজ পরিচালনায় সহায়তা

করবে। এ নির্দেশিকাতে স্কিমসমূহ নির্বাচন, অনুমোদন, বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং

তত্ত্বাবধানের পাশাপাশি সেবা ও মালামাল ক্রয় সংক্রান্ত বিষয়াবলির ক্ষেত্রে ইউপিসমূহের অবশ্য

পালনীয় বিষয়সমূহের বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

এ অপারেশনাল ম্যানুয়েলের কোনো বিবরণ/ শব্দের অর্থ, অনুবাদ অথবা ব্যাখ্যা, ভাবগত প্রকাশ

অথবা কোনো শর্ত নিয়ে বিরোধের উৎপত্তি হলে সেক্ষেত্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। স্থানীয় সরকার বিভাগ

সময় সময় এ নির্দেশিকার প্রয়োজনীয় পরিবর্ধন অথবা সংস্কার করতে পারবে। উল্লেখ্য উক্ত

পরিবর্ধন অথবা সংস্কারসমূহ লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট:৩-এর উন্নয়ন সহযোগীর সঙ্গে

আলোচনা এবং মতৈক্য সাপেক্ষে কার্যকর হবে।

ড. জাফর আহমেদ খান

সিনিয়র সচিব