বাদী
মতিন পাঠান, পিতাঃ নওশেদ পাঠান, সাং-আকালমেঘ।
বিবাদী
কাইউম মাল, পিতা চান্দু মাল, সাং-আকালমেঘ।
গত ০২/০৩/২০১২ ইং মোঃ আবুল হাসেম লিটন, চেয়ারম্কযান, শিলই ইউনিয়ন পরিষদ মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ কর্তৃক উলেস্নখিত বাদী ও বিবাদীগনের মধ্যে যে বিরোধ, তাহা মিমাংসা করার জন্য যে অভিযোগ নামা অত্র ইউনিয়ন পরিষদে প্রেরন করা হয়। সেই প্রেক্ষিতে গত ২১/১২/২০১২ইং তারিখ ধার্য্য করিয়া উভয় পÿকে স্বাÿীসহ অত্র ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকার জন্য নোটিশ করা হয়। ধার্য্য তারিখে বাদী পক্ষ বিবাদী উপস্থিত ছিলেন না। বিবাদী কাইউম মাল, পিতা চান্দু মাল বাড়ীতে থাকেনা। সাক্ষীদের মাধ্যমে জানাযায় যে, অভিযোগ নামায় উলেস্নখিত ঘটনা সত্য। তাই সর্ব সম্মাতি ক্রমে শালীশি রায় ঘোষনা করা হয় যে, বরের পক্ষে বরের মা আশু বেগম, কনেকে (বাদী) যৌতুক ও কাবিন বাবদ ৬০,০০০/- (ষাট হাজার) টাকা পরিশোধ করবে করার তারিখ ছিল গত ১৫/০১/২০১৩ইং । কিন্তু উক্ত তারিখে বিবাদী টাকা পরিশোধ করেনাই। কয়েক বার তারিখ ধার্য্য করিয়া অদ্যবধি টাকা পরিশোধ করেনাই। দেই দিচ্ছি করিয়া ঘুড়াইতেছে। তাই বাদী পক্ষকে উচ্চ আদালতের সরনাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেওয়া হইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস