Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
১/ ঐতিহ্যবাহী মাহমুদ কুটির ২/ রাজ্জাক শাহ্‌ মাজার
বিস্তারিত

                                                              ১/ ঐতিহ্যবাহী মাহমুদ কুটির

 

১ শিলই ইউনিয়নের পুরাতন ঐতিহ্য বহনকারী একমাত্র একমাত্র অবলম্বন এটাই ইতিহাস বলতে তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি তবে দু একজনের কাছে যেটুকু জানা যায় তাই এখানে তুলে ধরা হলো, ১৯০৭ খ্রিস্টাব্দ,১৩১৮বাংলা সনে তৎকালীন এই এলাকার জমিদার কন্যা, শ্রীযুক্ত ভাগ্যবতী বিবি একজন মুসলমান ছেলেকে ভালোবেশে বিয়ে করে যার নাম ছিলো নাম ছিলো শাহ্‌  মাহমুদ হাসান। তাকে উৎসর্গ করেই বাড়িটি বানানো হয় এবং নাম করন করা হয় মাহমুদ ভিলা।

 

                                                                 ২/ রাজ্জাক শাহ্‌ মাজার

আজ থেকে প্রায় ৭০ বছর আগে রজ্জাক নামে একটি পাগল এখানে বাস করতো ছোট্ট একটি কুড়ে ঘরে, পাগল হলেও সে ছিল প্রচণ্ড ধার্মিক ও আল্লাহ ভীরু, সাধারন মানুষ তার এই ধর্ম ভীরুতায় মুগ্ধ হয়ে তাকে তাকে শ্রদ্ধা ও সম্মান করতে শুরু করে, এক পর্যায় তার কাছ থেকে মানুষ পানি পরা ও বিভিন্ন ঝারফুক নেয়া শুরু করে, ক্রমেই তার সম্মান ও প্রচার ও প্রসার ঘটতে থাকে বিভিন্ন এলাকা থেকে মানুষ তার কাছে আসে এবং গুণগান করতে থাকে, এভাবেই আস্তে আস্তে রাজ্জাক পাগল থেকে হয়ে ওঠে রাজ্জাক পীর এবং তার এই ছোট্র কুঁড়ে ঘর হয়ে যায় মাজার।